ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পবিত্র মদিনা নগরীকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীর এই শহরটি ৮০টি মানদণ্ড পূরণ করে এই মর্যাদা অর্জন করে। সৌদি আরবের স্বাস্থ্য খাতে এ এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌদি প্রেস এজেন্সি (SPA) জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে যুবরাজ সালমান বলেন, “মদিনার এই স্বীকৃতি প্রমাণ করে যে, আমাদের নেতৃত্ব জনগণের জীবনমান উন্নয়নে কতটা প্রতিশ্রুতিশীল। এই রূপান্তর ‘ভিশন ২০৩০’-এর আওতায় একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে তালিকাভুক্ত হতে হলে সংশ্লিষ্ট শহরকে অন্তত ৮০টি নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে—পর্যাপ্ত সবুজ পার্ক, হাঁটার উপযোগী এলাকা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, স্বাস্থ্যসম্মত শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসাধারণের জন্য সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা।
ডব্লিউএইচওর তথ্যমতে, মদিনা সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এর আগে জেদ্দা এই স্বীকৃতি পায়। বর্তমানে সৌদি আরবের আরও ১৪টি শহর স্বাস্থ্যকর শহরের তালিকায় রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।