ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ইংল্যান্ড-ভারত টেস্ট ম্যাচে পাকিস্তানের জার্সি পরে খেলা দেখতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন এক ভক্ত। ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ম্যানচেস্টারের বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। চতুর্থ টেস্টে ভারতের মুখোমুখি ছিল স্বাগতিক ইংল্যান্ড। ওই ম্যাচ দেখতে আসা ফারুক নাজার নামের এক দর্শক পরেছিলেন পাকিস্তানের সবুজ জার্সি। আর তাতেই তৈরি হয় জটিলতা।
মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের একজন কর্মী তাকে জার্সিটি ঢেকে রাখতে বলেন। ফারুক সেই অনুরোধ মানতে অস্বীকৃতি জানালে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টিকে ‘বর্ণবাদ’ ও ‘অসহিষ্ণুতা’ হিসেবে আখ্যা দেন।
তবে ঘটনার পরপরই এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে ল্যাঙ্কাশায়ার কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, “পাকিস্তানের জার্সি পরা কোনো ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না। সংশ্লিষ্ট ভক্তের নিরাপত্তার কথা বিবেচনা করেই জার্সিটি ঢাকতে বলা হয়েছিল। তিনি রাজি না হওয়ায় দুঃখজনকভাবে তাকে মাঠ ছাড়তে বলা হয়। এরপরও কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও সংবেদনশীলভাবে মোকাবিলা করব।”
ক্রিকেটপ্রেমীদের মতে, খেলার মাঠে ভিন্ন দেশের জার্সি পরা কোনো অপরাধ নয়। ক্রিকেট যেমন একটি বিশ্বজনীন খেলা, তেমনি ভিন্ন ভিন্ন দলের ভক্তরা থাকাটাও স্বাভাবিক। তাই এমন ঘটনা মাঠের সৌন্দর্য ও উদারতার সঙ্গে খাপ খায় না।