ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠপ্রকাশ: ১ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। বাণিজ্য ঘাটতি ও জাতীয় নিরাপত্তার উদ্বেগকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো অসম, তাদের ওপর ‘মূল্যভিত্তিক অতিরিক্ত শুল্ক’ আরোপ করা হয়েছে। এই নতুন নীতির লক্ষ্য—জাতীয় অর্থনীতিকে সুরক্ষা দেওয়া এবং বৈদেশিক বাণিজ্যকে ন্যায্য কাঠামোয় আনয়ন।
নতুন শুল্ক কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ ৪১ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার পণ্যের ওপর। এরপর রয়েছে লাওস ও মিয়ানমার, যাদের ওপর ৪০ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে। সুইজারল্যান্ডের ওপর শুল্ক হার নির্ধারণ করা হয়েছে ৩৯ শতাংশ।
তবে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে, তারা কিছুটা শিথিলতার আওতায় থাকবে। তবে এই ছাড় শুধুমাত্র চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত আগের শুল্ক নীতির আওতায়ই কার্যকর থাকবে, জানিয়েছে হোয়াইট হাউস।
এছাড়া মাত্র তিনটি দেশ ও অঞ্চলকে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কের আওতায় রাখা হয়েছে, যদিও তাদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
বিশেষভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য নির্দিষ্ট একটি শুল্ক কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ভিত্তি করে আলাদা হবে।