ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | সময়: সন্ধ্যা ১০:৩০
আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা বিবেচনায় নিয়ে দেশে চালু থাকা স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি (Automatic Pricing Formula) অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে লক্ষ্য হচ্ছে—দেশের সাধারণ জনগণের জন্য জ্বালানি তেল তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে সরবরাহ নিশ্চিত করা।
নির্ধারিত দাম অনুযায়ী:
ডিজেল: প্রতি লিটার ১০২ টাকা
কেরোসিন: প্রতি লিটার ১১৪ টাকা
অকটেন: প্রতি লিটার ১২২ টাকা
পেট্রোল: প্রতি লিটার ১১৮ টাকা
এই দাম ১ আগস্ট ২০২৫ থেকে সারা দেশে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার কারণে প্রতি মাসে বিশ্ববাজার পরিস্থিতি অনুযায়ী দাম হালনাগাদ হচ্ছে, যা একদিকে যেমন জ্বালানি খাতে স্বচ্ছতা বাড়াচ্ছে, তেমনি ভোক্তারা সময়মতো প্রকৃত বাজারদরের প্রতিফলন পাচ্ছেন।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে বিগত কয়েক মাসে বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা থাকায় দেশের বাজারেও মূল্য অপরিবর্তিত রাখা সম্ভব হয়েছে।