ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, বুধবার
নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মস্থলে অনুপস্থিত থাকা, অধস্তন কর্মচারীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা, অভিযোগকারীকে মারধর, এবং গ্রেপ্তারকৃতদের নির্যাতনের মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছেন এক সাবেক ডিআইজি, দুইজন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি), এক সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি), এবং এক সহকারী পুলিশ সুপার (এএসপি)।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা:
1. আনিসুর রহমান – রাজশাহীর সাবেক ডিআইজি
অভিযোগ: কর্মস্থলে অনুপস্থিত থেকে ‘পলায়নের’ অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
2. মোহাম্মদ শিবলী কায়সার – রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক ডিসি
অভিযোগ: চাঁদাবাজির অভিযোগ জানাতে আসা ব্যক্তিকে মারধর করার ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
3. জুয়েল চাকমা – র্যাবের অতিরিক্ত এসপি
অভিযোগ: দুই বছর আগে মেডিকেল প্রশ্নফাঁসের ঘটনায় পাঁচ চিকিৎসককে আটক করে নির্যাতন এবং যথাসময়ে আদালতে হাজির না করানোর অভিযোগে বরখাস্ত।
4. রাজীব দাস – ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি (বর্তমানে এসপি পদে সুপার নিউমারারি পদোন্নতি পাওয়া)
অভিযোগ: তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ‘পলায়নের’ অভিযোগে বরখাস্ত হন।
5. আফজাল হোসেন – বরিশাল আরআরএফ-এর এএসপি
অভিযোগ: এক কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি তার সংসার ভাঙার চেষ্টার অভিযোগে শাস্তির মুখে পড়েন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বরখাস্ত থাকা অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (subsistence allowance) পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, জনস্বার্থে এসব বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।