ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা: সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তা খায়রুল হককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালেই তাকে কারাগার থেকে সিএমএম আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, গত ২৪ জুলাই ভোরে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ১০ মে প্রধান বিচারপতি থাকা অবস্থায় খায়রুল হক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। রায়ে বলা হয়, আরও দুই দফা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনার সুযোগ থাকলেও, সেই সরকারে কোনো বিচারপতিকে নিয়োগ দেওয়া যাবে না। এই রায়ের প্রেক্ষিতে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে নিজের সম্মতি ও স্বাক্ষরের মাধ্যমে খায়রুল হক ‘দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলক উদ্দেশ্যে’ জালিয়াতির আশ্রয় নেন। মামলার তদন্তকারী সংস্থা জানিয়েছে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রায় প্রণয়নের নেপথ্য তথ্য জানা সম্ভব হবে।
প্রসঙ্গত, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযুক্ত করা হয়েছিল। সেই সংশোধনী বাতিলের রায়ের পর থেকেই এ ব্যবস্থা নিয়ে বিতর্ক ও রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে ওঠে।