ক্ষমতার পালাবদলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু। সোমবার, তার পদত্যাগপত্র ইমেইলে পেয়েছে ডিএসই ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মু. মোহসিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, “আমরা আজ ইমেইলে তার পদত্যাগপত্র পেয়েছি। ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু ডিএসইর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।”
অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু রোববারও অফিসে এসে দায়িত্ব পালন করেন। তবে সোমবার তাকে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত সাতজন স্বতন্ত্র পরিচালকের মধ্যে এখন ছয়জন ডিএসইর পরিচালনা পর্ষদে রয়েছেন। ৫ অগাস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে, যার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নেতৃত্বে পরিবর্তনের হিড়িক পড়ে।
এরই ধারাবাহিকতায়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১০ অগাস্ট পদত্যাগ করেন। এরপর দুই কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলামও পদত্যাগ করেন। ডিএসই চেয়ারম্যানের পদত্যাগের ঘটনাও একই ধারায় দেখা যাচ্ছে।
অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু গত বছরের ৫ মার্চ ডিএসইর চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।