ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
গাজায় চলমান মানবিক সংকটকে ‘বিপর্যয়কর’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে গাজা উপত্যকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে একটি গভীর মানবিক বিপর্যয়।
স্টারমার জানান, “আমরা গাজায় যা দেখছি তা ভয়াবহ। সাধারণ মানুষ—বিশেষ করে নারী ও শিশুরা—চরম দুর্ভোগের শিকার। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রীর ভয়াবহ সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই জরুরি ভিত্তিতে এ সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে।”
ট্রাম্পের প্রস্তাবিত ‘খাদ্য কেন্দ্র’ প্রতিষ্ঠার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সময় এসেছে। তবে কেবল মানবিক সহায়তায় থেমে না থেকে, তিনি এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি রাজনৈতিক মীমাংসার প্রয়োজনীয়তার দিকেও গুরুত্ব আরোপ করেন।
জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক মাসে গাজার প্রায় ২০ লক্ষ বাসিন্দা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশ্ব খাদ্য কর্মসূচিও সতর্ক করে বলেছে, অঞ্চলটিতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ অবস্থান আন্তর্জাতিক মহলে আলোচিত হচ্ছে। তবে ইসরায়েলি সরকার এখনো গাজায় পূর্ণমাত্রায় মানবিক সহায়তা প্রবাহে সম্মতি দেয়নি, যা সংকট নিরসনের পথে একটি বড় প্রতিবন্ধক হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিএনএন নিউজ