ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে বাংলাদেশি বংশোদ্ভুত এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের (৩৬) বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল ভবনে। হামলায় মোট চারজন নিহত হন এবং হামলার সময় দায়িত্ব পালনেরত অবস্থায় প্রাণ হারান নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত দিদারুল ইসলাম। হামলার পর আত্মহত্যা করেন বন্দুকধারীও। ফলে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস্ক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দিদারুল ইসলাম একজন সত্যিকারের নায়ক হিসেবে আমাদের মাঝ থেকে চলে গেছেন।’ তিনি আরও জানান, নিহত দিদারুল ইসলামের দুটি ছোট ছেলে রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে গর্ভবতী।
কমিশনার জেসিকা জানান, অভিযুক্ত বন্দুকধারীর নাম শেন তামুরা (৩৮)। তিনি লাস ভেগাসের বাসিন্দা ছিলেন। তদন্তে জানা গেছে, মানসিক অসুস্থতায় ভুগছিলেন শেন। হামলা চালানোর পর নিজেই নিজের জীবন নিয়ে নেন তিনি।
উল্লেখ্য, দিদারুল ইসলাম গত সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) কর্মরত ছিলেন। অভিবাসী সমাজে সততা, নিষ্ঠা ও সাহসিকতার কারণে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।