সকলের কণ্ঠ ডেস্ক রিপোর্ট:
ভোটের আনুপাতে সংসদের উচ্চ কক্ষ গঠন না হলে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনিশ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে জানান, আসন সংখ্যার ভিত্তিতে নয়, জনগণের ভোটের অনুপাতেই উচ্চ কক্ষ গঠন হতে হবে। এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না হলে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়বে।
সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের ডাকবাংলোয় জুলাই অভ্যুত্থানের শহীদ ১১ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে স্বজনদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি ভবিষ্যতের একটি রূপরেখা। মৌলিক সংস্কার ছাড়া কোনো সনদ কার্যকর হবে না। উচ্চ কক্ষ গঠন হতে হবে নিরপেক্ষভাবে ভোটের অনুপাত অনুযায়ী। রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ঐকমত্যে না এলে আমরা সেই সনদে স্বাক্ষর করব কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।”
তিনি আরও জানান, রাজনৈতিক ঐকমত্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথেই এনসিপি কাজ করে যাচ্ছে।
এদিন শহরের তমালতলা এলাকা থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি এলাকায় শেষ হয় পদযাত্রাটি। সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা, যেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এরপর জামালপুরের কর্মসূচি শেষ করে নেতারা রওনা হন ময়মনসিংহের উদ্দেশে।
‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জামালপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দলটি দাবি করে, এই পদযাত্রা শুধু স্মরণ নয়, এটি একটি রূপান্তরমুখী রাজনৈতিক অভিযাত্রা, যার লক্ষ্য একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।