ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ এই গুরুত্বপূর্ণ শুনানি উপলক্ষে আদালতে হাজির করা হয়েছে ছয়জন গ্রেফতার আসামিকে।
প্রসিকিউশন জানিয়েছে, তারা সব আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করবেন। মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে থাকা ছয়জন আসামি হলেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ আরও দুইজন।
এর আগে, গত ৩০ জুন মামলার তদন্ত শেষ করে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউটররা। সেদিনই ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নেন এবং পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
এ মামলায় পলাতক থাকা ২৪ আসামিকে ইতোমধ্যে পলাতক ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার এবং বেরোবির সাবেক উপাচার্যসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা ও রাজনৈতিক নেতা। গত ২২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের পলাতক ঘোষণা করে গ্রেপ্তারের নির্দেশ দেয়।
অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট আরও দুটি মামলায়ও অগ্রগতি দেখা গেছে। রাজধানীর আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আটজন আসামিকে এবং লক্ষ্মীপুরে সংঘটিত একটি গণহত্যার মামলায় তিনজন আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে শহীদ হন আবু সাঈদ। সে সময় তাকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। আবু সাঈদের মৃত্যুই ছিল ওই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদের ঘটনা, যা দেশব্যাপী বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল।