ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাতীয় দলের জার্সিতে তাকে বহুদিন দেখা যায় না। দেশের মাটিতেও তিনি অনুপস্থিত দীর্ঘ সময় ধরে। তবুও আসন্ন ২০২৫ এশিয়া কাপের প্রোমোতে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই রাজনৈতিকভাবে চাপে পড়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমনকি ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীরাও। সেই তালিকায় রয়েছেন সাকিব আল হাসানও। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের পতনের পর একটি হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে। ফলে গ্রেফতার আতঙ্কে তিনি আর দেশে ফিরছেন না। এই কারণেই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও দূরে রয়েছেন তিনি।
এদিকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ এশিয়া কাপ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এ আসরে সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, সাকিব আগেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
তবে মাঠে না থাকলেও দর্শকের মন জয় করে নিচ্ছেন পর্দায়। সম্প্রতি সনি লিভ তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে এশিয়া কাপের একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে। ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে সাকিবকে দেখা গেছে ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিতে। সেখানে আরও রয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, ওপেনার শুভমান গিল, স্পিডস্টার জাসপ্রিত বুমরাহ এবং আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। কিন্তু প্রোমোর সবচেয়ে বড় তারকা হিসেবে যাকে তুলে ধরা হয়েছে, তিনি হলেন বাংলাদেশের সাকিব আল হাসান।
সবকিছু ঠিক থাকলে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। অংশগ্রহণকারী দলগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ দল টুর্নামেন্ট শুরু করবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। একদিন বিরতি নিয়ে ১৩ সেপ্টেম্বর লিটন দাস ও তামিম ইকবালের দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এরপর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
ক্রিকেটার হিসেবে মাঠে না থেকেও সাকিবের এই জনপ্রিয়তা ও বাজারমূল্য প্রমাণ করে, তিনি এখনো বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড।