ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
মিশরের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে সিসি প্রশাসন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে দেশটি। প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয়ে এই প্রতিরক্ষা প্যাকেজটি সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, মিশরের জন্য সম্ভাব্য NASAMS (National Advanced Surface-to-Air Missile System) বিক্রির পরিকল্পনা রয়েছে। এটি একটি উন্নত ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্র ও নরওয়ের যৌথ প্রযুক্তিতে তৈরি।
এই প্যাকেজের মাধ্যমে মিশর পাবে ৪টি উচ্চক্ষমতাসম্পন্ন সেনটিনেল রাডার সিস্টেম, প্রয়োজনীয় সহায়ক ক্ষেপণাস্ত্র এবং ডজনখানেক গাইডেন্স ইউনিট। প্রকল্পটির মূল ঠিকাদার হবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান আরটিএক্স করপোরেশন।
চুক্তিটি বাস্তবায়িত হলে অন্তত ২৬ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং ৩৪ জন বেসরকারি কন্ট্রাক্টর মিশরে দীর্ঘসময় অবস্থান করবেন। তাঁরা মিশরীয় বাহিনীকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবেন বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে এ ধরনের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটন আশা করছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিশরের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে।