সাতক্ষীরা করেসপন্ডেন্ট:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুর থেকে ওই ফাটলের মধ্য দিয়ে নদীর পানি দ্রুত ভেতরের লোকালয়ে ঢুকতে শুরু করেছে, ফলে মারাত্মক প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, দুপুরের দিকে হঠাৎ করে বাঁধে ফাটল দেখা যায়। তারা জানান, সময়মতো কার্যকর মেরামত না করা হলে যেকোনো মুহূর্তে বাঁধ সম্পূর্ণভাবে ধসে পড়তে পারে। আর তা হলে প্রতাপনগর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
একজন বাসিন্দা বলেন, “আমরা দিনের পর দিন বাঁধ দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছি। কিন্তু তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এখন এই ফাটল আমাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের কাজ যথাযথভাবে করা হয়নি। এতে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারের অবহেলা ও দুর্নীতির কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, “বাঁধে ফাটল দেখা দেওয়ার বিষয়টি আগে জানানো হয়নি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”