ঢাকা, ২৫ জুলাই ২০২৫:
বর্ষা ও সাম্প্রতিক প্লাবনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। কমে গেছে বিভিন্ন অঞ্চলের পণ্য সরবরাহ, যার ফলে বেড়েছে অধিকাংশ খাদ্যপণ্যের দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে সবজি ও মাছের বাজারে, যা চরম ভোগান্তিতে ফেলেছে নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের।
বর্তমানে এক কেজি কাঁচামরিচ কিনতে খরচ হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত, যা অস্বাভাবিকভাবে বাড়তি। বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ১০০ থেকে ১৩০ টাকায়। এক কেজি টমেটোর দাম দেড়শ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
ঢেঁড়স, করলা, পটল, লাউসহ অন্যান্য সবজির দামও ৭০ থেকে ৯০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও ফসলের ক্ষয়ক্ষতির কারণে সবজির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ২,৫০০ টাকার উপরে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০ থেকে ২,০০০ টাকায়।
এছাড়া দেশি নদ-নদীর মাছ—যেমন পাবদা, টেংরা, রুই, কৈ—এর দামও হাজার টাকার নিচে মিলছে না। মাছের এই দামবৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সবজির বাজারে যেমন অস্থিরতা, পোল্ট্রি মুরগির বাজারে তেমনি দেখা যাচ্ছে কিছুটা স্বস্তি। লেয়ার মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে দাঁড়িয়েছে ২৮০ টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কম। তবে সোনালী মুরগির দাম এখনও অপরিবর্তিত, প্রতি কেজি ৩২০ টাকা।