স্টাফ রিপোর্টার || ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। আগামী দিনে ধাপে ধাপে দেশের সবগুলো সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
পটুয়াখালী-৩: নুরুল হক নুর (সভাপতি) ঝিনাইদহ-২: রাশেদ খান (সাধারণ সম্পাদক) ঠাকুরগাঁও-২: ফারুক হাসান (সহ-সভাপতি) নেত্রকোণা-২: হাসান আল মামুন কিশোরগঞ্জ-১: আবু হানিফ টাঙ্গাইল-২: শাকিল উজ্জামান রংপুর-১: হানিফ খান সজিব পটুয়াখালী-১: শহিদুল ইসলাম ফাহিম নোয়াখালী-৪: আব্দুজ জাহের কুড়িগ্রাম-৩: নুরে এরশাদ সিদ্দিকী হবিগঞ্জ-৩: আশরাফুল বারী নোমান খুলনা-৫: খালিদ হাসেন গাজীপুর-২: আবদুর রহমান টাঙ্গাইল-৬: কবীর হোসেন পাবনা-২: গোলাম সরওয়ার খান জুয়েল চট্টগ্রাম-১৪: মনজুর মোর্শেদ মামুন টাঙ্গাইল-৭: তোফাজ্জল হোসেন মুন্সিগঞ্জ-১: মোহাম্মদ জাহিদুর রহমান সিলেট-৬: জাহিদুর রহমান কিশোরগঞ্জ-২: শফিকুল ইসলাম শফিক কক্সবাজার-১: আব্দুল কাদের প্রাইম ঢাকা-১৯: শেখ শওকত হোসেন ঢাকা-৫: ইব্রাহিম রওণক চট্টগ্রাম-৯: কামরুন নাহার ডলি রাজশাহী-১: মো. শাহজাহান গাইবান্ধা-৩: মো. সুরুজ্জামান নীলফামারী-৩: সোহাগ হোসাইন বাবু বরগুনা-১: ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ সাতক্ষীরা-১: মুনতাজুল ইসলাম চট্টগ্রাম-১২: ডা. এমদাদুল হাসান পিরোজপুর-৩: মো. ইমরান খান রাসেল নারায়ণগঞ্জ-৩: ওয়াহেদুর রহমান মিল্কি ঢাকা-১৩: মিজানুর রহমান ভূঁইয়া মানিকগঞ্জ-১: মোহাম্মদ ইলিয়াস হোছাইন পটুয়াখালী-৪: রবিউল হাসান চট্টগ্রাম-৩: নাছরিন আক্তার লাকী
দলটির নেতারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য গণঅধিকার পরিষদ মাঠে সক্রিয় রয়েছে। পর্যায়ক্রমে বাকি আসনগুলোর জন্যও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।