সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ২১ জুলাই ২০২৫:
রাজধানীর মুগদা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লিটন।
আদালতে হাজিরার সময় ব্যারিস্টার সুমন এজলাসে দাঁড়িয়ে বলেন, “দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সাথে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”
সোমবার সকাল ১০টা ৮ মিনিটে পুলিশের কঠোর নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে সুমনকে এজলাসে তোলা হয়। এরপর শুরু হয় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং তাকে পুনরায় হাজতখানায় নেওয়া হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম আদালতের কাজ শেষে বাসায় ফেরার পথে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে হামলার শিকার হন। অভিযুক্তদের ছোড়া রাবার বুলেট তার হাতে, কপালে, বুকে, চোয়ালে ও পেটে লাগে। চিকিৎসা শেষে তিনি সুস্থ হলেও ১ সেপ্টেম্বর মুগদা থানায় একটি মামলা করেন।
মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করা হয়। ব্যারিস্টার সুমনের নাম ওই মামলায় ২৫ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন যুবদল নেতা ও ‘বাঙালিয়ানা ভোজ’-এর সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।