২১ জুলাই ২০২৫, দুপুর ১২:০৬ | বিভাগ: জাতীয়
ঢাকা: কৃষকদের সার নিয়ে কোনো দুর্ভোগ হবে না উল্লেখ করে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে। একইসঙ্গে তিনি জানান, সারের দাম নিয়ে কারসাজি ও ডিলারশিপের অনিয়ম ঠেকাতে সরকার নীতিমালায় পরিবর্তন আনছে।
সোমবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে সারের দাম বেড়ে গেছে। ফলে বাংলাদেশ বিকল্প দেশগুলো থেকে সার আমদানির উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “কৃষকের স্বার্থ সুরক্ষায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে। সার নিয়ে যেন কোনো ডিলার কারসাজি করতে না পারে, সেজন্য নতুনভাবে ডিলার নির্বাচন করা হবে এবং পুরাতন যেসব ডিলার অনিয়ম করেছে, তাদের বাদ দেওয়া হবে।”
তিনি আরও জানান, চলতি বছর কৃষকরা আলুর ন্যায্য মূল্য পাননি। বিষয়টি বিবেচনায় রেখে সরকার আগামীতে সারা দেশে ১০০টি কোল্ড স্টোরেজ চালু করার পরিকল্পনা নিয়েছে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ভালো দাম পেতে পারেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে মেশিনারিজ ক্রয়ে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে এসব বিষয় তদন্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলেও উল্লেখ করেন উপদেষ্টা।