স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৯ জুলাই ২০২৫
সোহরাওয়ার্দী উদ্যানে আজ (শনিবার) জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ও রাজনৈতিক উত্তাপের আবহ তৈরি হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই রাজধানীর শাহবাগ, কাকরাইল, টিএসসি, মৎস্য ভবন এবং দোয়েল চত্বর এলাকায় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হতে শুরু করেছেন। ছোট ছোট গ্রুপে করে তারা সোহরাওয়ার্দী উদ্যানের মূল সমাবেশস্থলে প্রবেশ করছেন। কারও হাতে ছিল দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’, যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
অনেকের গায়ে দেখা গেছে সাদা গেঞ্জি, যেখানে লেখা— ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লা ভোট দিন’। পাঞ্জাবি পরিহিত নেতাকর্মীদের পাশাপাশি তরুণ সমর্থকদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানা গেছে, সমাবেশে অংশ নিতে রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি রুটে একবার করে চলবে তিন জোড়া ট্রেন, যাতে শত শত নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।
সমাবেশের সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ২টা থেকে শুরু হবে মূল রাজনৈতিক সমাবেশ, যেখানে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।