২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) শুনানির শুরুতেই মামলার পলাতক দুই আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, “এত আলোচিত একটি মামলায় পলাতক আসামিদের আইনজীবী না থাকা দুঃখজনক।” পরে আদালতের নির্দেশে তাদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আপিল শুনানির এ পর্যায়ে তারা বিচারিক আদালতের দেওয়া দণ্ড বাতিল করে হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তোলেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতা-কর্মী আহত হন। হামলার লক্ষ্য ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ঘটনায় দায়ের করা দুটি মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত বিএনপি নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন। তবে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই দণ্ডাদেশ বাতিল করে আসামিদের খালাস দেন।