হাকিমপুর (দিনাজপুর), ৬ জুলাই ২০২৫:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম কিংবা নিখোঁজ চৌধুরী আলম ও ইলিয়াস আলীরা জীবন দিয়েছেন কেবলমাত্র স্থানীয় নির্বাচনের জন্য নয়—তাদের আত্মত্যাগ ছিল দেশের জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।” তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই রক্তের ঋণ আমরা কখনো ভুলে যেতে পারি না।”
রোববার (৬ জুলাই) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং নেতাকর্মীদের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন এড়িয়ে স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা মানে গণতান্ত্রিক চেতনার অবমূল্যায়ন। গত চারটি মেয়াদে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। জনগণ আজ তাদের ভোটের অধিকার, সাংবিধানিক নিরাপত্তা ও গণতন্ত্র ফিরে পেতে চায়।”
তিনি আরও বলেন, “১৭ বছরের দীর্ঘ আন্দোলনের প্রতিফলন হচ্ছে ৫ আগস্ট। যারা শহীদ হয়েছেন, তারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই লড়েছেন। এই শহীদ জুলাই মাসে আমরা যদি বিভাজন তৈরি করি, তাহলে তা তাদের আত্মত্যাগের অবমাননা হবে। বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপির এই শীর্ষ নেতা সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “শুধু দল নয়, দেশ বাঁচাতে হলে ঐক্যই একমাত্র পথ।”