মক্কা, ৪ জুলাই:
ইতিহাসে প্রথমবারের মতো পবিত্র মসজিদুল হারাম থেকে প্রচারিত জুমার খুতবা সরাসরি অনূদিত হবে বিশ্বের ৩৫টি ভাষায়। শুক্রবার (৪ জুলাই) এই ঘোষণা দিয়েছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি। এই উদ্যোগকে ইসলামি দাওয়াত ও ধর্মীয় বার্তা সম্প্রচারের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এদিন জুমার খুতবা প্রদান এবং নামাজের ইমামতি করবেন ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান, খ্যাতনামা ইসলামি স্কলার শেখ আবদুর রহমান আস-সুদাইস।
প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের সাধারণ তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ জানান, “বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে খুতবার মূল বার্তা পৌঁছে দিতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। ভাষাগত বাধা দূর করে বৈশ্বিক মুসলিম সমাজের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।”
সরাসরি ভাষান্তরের সুবিধার ফলে বিশ্বের যেকোনো প্রান্তে বসবাসকারী মুসলিমরা এখন তাদের নিজ নিজ ভাষায় খুতবার গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো গ্রহণ করতে পারবেন। এতে করে খুতবার মূল বক্তব্য শুধু আরবভাষীদের জন্য সীমাবদ্ধ না থেকে সার্বজনীন হয়ে উঠবে।
এই পদক্ষেপকে ধর্মীয় সম্প্রচারে একটি যুগান্তকারী ও বহুভাষিক বিপ্লব হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসলামি ঐক্য, আন্তঃসংযোগ এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি অনন্য দৃষ্টান্ত হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
মসজিদুল হারামের খুতবার এই লাইভ অনুবাদ বিশ্বের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়বে। এতে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইসলামি দাওয়াহকে আরো বিস্তৃত করা সম্ভব হবে।