ঢাকা, ২ জুলাই:
বিমানের টিকিটের দাম হঠাৎ করে আবারও বেড়ে গেছে, আর এই মূল্যবৃদ্ধির পেছনে ‘কিছু দুষ্টু লোক’ কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২ জুলাই) ঢাকার মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি বলেন, “সরকার বিমানের টিকিটের দাম কমানোর উদ্যোগ নিয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক আবারও মূল্য বাড়িয়ে দিয়েছে। এর পেছনে একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।”
সেমিনারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ড. নজরুল বলেন, “আমি সম্প্রতি ওমরাহ করতে গিয়েছিলাম। সেখানে একজন ব্যক্তি ভিডিও করতে করতে বললেন— ‘বিমানের এত টিকিটের দাম, তারপরও উপদেষ্টা সাহেব ওমরাহ করতে এসেছেন।’ এই মন্তব্য আমাকে আহত করেছে।”
তিনি আরও বলেন, “বিমানের টিকিটের বিষয়টি সরাসরি আমার মন্ত্রণালয়ের আওতায় না পড়লেও আমি দেশে ফিরে বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানাই। তিনি পরদিনই জরুরি সভা ডেকে কয়েকটি নির্দেশনা দেন— টিকিটের বুকিং সর্বোচ্চ তিন দিন রাখা যাবে, পাসপোর্ট ছাড়া বুকিং দেওয়া যাবে না। এসব নির্দেশনার ফলে কিছুটা হলেও টিকিটের দাম কমে আসে।”
তবে সম্প্রতি আবারও অসাধু চক্র নতুন করে দাম বাড়িয়ে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সেমিনারে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও কথা বলেন ড. আসিফ নজরুল। তিনি জানান, “মালয়েশিয়া আগামী এক বছরে বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নিতে পারে। কিন্তু এর সুযোগে কেউ যেন মানুষ ঠকাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে।
বিদেশে থাকা কিছু প্রবাসীর আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, “বাহরাইনে একজন প্রতিষ্ঠান মালিককে হত্যা করেছে প্রবাসীরা। আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া গোষ্ঠীগত মারামারির ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনায় দেশের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।”