ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ৭ বছরের কারাদণ্ড পাওয়া সাংবাদিক শফিক রেহমান অবশেষে আদালত থেকে খালাস পেয়েছেন। মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাকে খালাস প্রদান করেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় শফিক রেহমান বলেন, “এই খালাস প্রমাণ করে আমাদের দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।” তিনি খালাসের জন্য প্রধান বিচারপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনের বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
শফিক রেহমানের আইনজীবীরা অভিযোগ করেন, “এই মামলাটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হয়েছে। যেসব সাক্ষী মিথ্যা তথ্য দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
২০২৩ সালের ১৭ আগস্ট আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, মোহাম্মদ উল্লাহ মামুন, রিজভী আহমেদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়াসহ পাঁচজনকে পৃথক দুটি ধারায় সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
এরপর ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শফিক রেহমান ও মিজানুর রহমান ভূঁইয়ার কারাদণ্ড এক বছরের জন্য স্থগিত করা হয়।
সাজার বিরুদ্ধে আপিল করতে গিয়ে গত ৩০ সেপ্টেম্বর শফিক রেহমান আদালতে আত্মসমর্পণ করেন। সেই দিনই আদালত তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন এবং সাজা স্থগিত করেন। পরবর্তীতে ২১ নভেম্বর তিনি জামিনে মুক্ত হন।
আজকের রায়ের মাধ্যমে সাংবাদিক শফিক রেহমান পুরোপুরি খালাস পেলেন, যা তার দীর্ঘদিনের আইনি লড়াইয়ের সফল পরিণতি হিসেবে দেখা হচ্ছে।