ঢাকা, ১৮ আগস্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, সরকার বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না। রোববার বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করবো না। আজ যে সিদ্ধান্ত (বিইআরসির বাইরে সরকার আপাতত দাম বাড়াবে না) নেওয়া হয়েছে সেটা সেই কারণেই। আমাদের প্রচেষ্টা থাকবে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার।”
তিনি আরও বলেন, “এটা একটা জনপ্রত্যাশার সরকার। রাজপথে আত্মদানের পর এই সরকার এসেছে, তাই অনেক কিছুই পরিবর্তন দেখতে পাবেন। যদি বিদ্যুতের দাম আর না বাড়ে, বুঝতে হবে আমরা ভালো কাজ করছি। কিন্তু দাম বাড়তে থাকলে তা আমাদের ব্যর্থতার প্রমাণ।”
উপদেষ্টা জানান, কর্মকর্তাদের সঙ্গে কুইক রেন্টাল, গ্যাস সরবরাহ সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এনার্জি সিকিউরিটি অব বাংলাদেশ নিয়ে একটি পজিশন পেপার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে, যা উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।