চট্টগ্রাম, ১৪ মে: চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র—এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এই বন্দর বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি কল্পনাই করা যায় না।” বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে যদি আমূল পরিবর্তন করতে হয়, তবে চট্টগ্রাম বন্দরের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। এটি সক্রিয়ভাবে পরিচালিত হলে বিদেশি বিনিয়োগের স্রোত বাংলাদেশমুখী হবে।”
তিনি আরও বলেন, “এই বন্দর কেবল বাংলাদেশের জন্য নয়, ভারত, নেপাল এবং ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোর জন্যও সমান গুরুত্বপূর্ণ। এটি একটি আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।”
বন্দর পরিদর্শনের সময় একটি মাল্টিমিডিয়া ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যেখানে বন্দরের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পরবর্তীতে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টা পরে বন্দর এলাকা ঘুরে দেখেন এবং চট্টগ্রাম সার্কিট হাউসে যান, যেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এই সেতু নির্মাণ প্রকল্প দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে নগরীর সংযোগ জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড. ইউনূস। সেখানে তাকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করা হয়।