রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারে জামায়াতে ইসলামীর দাখিলকৃত আপিলের পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ মে) দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। জামায়াতের নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার বিষয়টি এদিন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। শুনানি শেষে আদালত আগামীকাল পরবর্তী তারিখ ধার্য করেন।
জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক।
আইনজীবীরা দাবি করেন, হাইকোর্ট যে প্রক্রিয়ায় দলটির নিবন্ধন বাতিল করেছেন তা আইনসঙ্গত ছিল না। বরং রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মত দেন তারা। তাদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের এমন নজির উপমহাদেশের ইতিহাসে এই প্রথম।
উল্লেখ্য, ২০২৩ সালের ২২ অক্টোবর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারে করা আপিল পুনরুজ্জীবিত করেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১২ মার্চ থেকে শুনানি শুরু হয়। ফলে দল হিসেবে পুনরায় নিবন্ধন এবং দলীয় প্রতীক ফিরে পাওয়ার আইনি সুযোগ তৈরি হয় জামায়াতের সামনে।