ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবায়দা রহমান হাইকোর্টে আপিল করেছেন। একই সঙ্গে আপিল দায়েরের ক্ষেত্রে ৫৮৭ দিনের বিলম্বও মার্জনা করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) বিচারপতি এস এম কুদ্দুস জামানের একক বেঞ্চে এ আপিল আবেদন করা হয়। ডা. জুবায়দা রহমানের পক্ষে আদালতে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, আদালত আপিল গ্রহণের পাশাপাশি বিলম্ব মার্জনার আবেদনও মঞ্জুর করেছেন। এখন মামলাটি নিয়মিত কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে এবং শুনানি চলবে।
এর আগে ২০২৩ সালের আগস্টে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে ৯ বছর ও ডা. জুবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযোগ করা হয়, ডা. জুবায়দা রহমান তার স্বামীর সম্পদের বিবরণীতে অসত্য তথ্য দিয়েছেন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন।