ঢাকা, ১০ মে: দীর্ঘ আলোচনার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতায় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ সবধরনের সামরিক উত্তেজনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি শনিবার (১০ মে) নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বহুদিন ধরে চলা আলোচনার সফল পরিণতিতে ভারত ও পাকিস্তান অবিলম্বে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।” একই সঙ্গে তিনি উভয় দেশকে বিচক্ষণতা ও কূটনৈতিক দক্ষতার জন্য অভিনন্দন জানিয়েছেন।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, “আমরা শান্তির পক্ষেই ছিলাম এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। তবে পাকিস্তান কখনোই তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস করবে না।”
এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে জানান, “ভারত ও পাকিস্তান উভয় পক্ষ স্থল, আকাশ ও সমুদ্রপথে সকল প্রকার গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।”
এর আগে, কাশ্মিরের পেহেলগামে একটি প্রাণঘাতী হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে রাতেই পাল্টা হামলা চালায় পাকিস্তান, যার ফলে যুদ্ধের আশঙ্কা দেখা দেয়।