ঢাকা, ৮ মে ২০২৫ — “খুনি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই” এই দাবিকে সামনে রেখে রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, বর্তমান সরকারের “অবিচার, দমন-পীড়ন এবং গণতন্ত্রবিরোধী কার্যক্রমের” বিরুদ্ধে সাধারণ মানুষের ঘৃণা দিন দিন বেড়ে চলেছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন এবং নির্বাচনী কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে রয়েছে। এ অবস্থানে অংশগ্রহণকারীরা দলটিকে “খুনি” হিসেবে আখ্যা দিয়ে তার বিচার এবং নিষিদ্ধকরণের জন্য একটি সুনির্দিষ্ট ও সময়বদ্ধ রোডম্যাপ প্রণয়নের দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একজন আন্দোলনকারী বলেন, “এটি শুধু কোনো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, এটি ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষার আন্দোলন। আমরা আর কোনো নির্দোষ মানুষের রক্ত চাই না। এবার হিসাব চাই, বিচার চাই।”
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন। কেউ কেউ সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেরও দাবি জানান।
বিক্ষোভস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এই কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই একে জনগণের ন্যায্য দাবি বলে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কেউ সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষের একটি “নতুন অধ্যায়” হিসেবে দেখছেন।