তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে একযোগে বোমাবর্ষণ
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এবার পাল্টা জবাব দিলো ইসরায়েল। সোমবার (৫ মে) মধ্যরাতে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি সেনাবাহিনীর এক্স পোস্টে জানানো হয়েছে, হুতি বিদ্রোহীদের হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। এতে অংশ নেয় অন্তত ২০টি যুদ্ধবিমান, যেগুলো একাধিক দফায় হোদেইদা বন্দরে বোমা বর্ষণ করে। প্রায় অর্ধশতাধিক বোমার বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় একাধিক স্থাপনা, যার মধ্যে রয়েছে একটি সিমেন্ট কারখানাও।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এই হামলায় প্রাণহানির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও আহতদের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের টার্গেট ছিল হুদেইদা বন্দরটি, যেটিকে হুতি বিদ্রোহীদের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ চ্যানেল হিসেবে ব্যবহার করা হয়। ইসরায়েল দাবি করেছে, ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম হুতি বিদ্রোহীদের কাছে পৌঁছাতে এই বন্দর ব্যবহার করা হয়।
এর আগে, রোববার হুতি বিদ্রোহীরা তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।