ইসলামাবাদ, ২ মে:
সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘনের আশঙ্কায় কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারত যদি সিন্ধু নদীর উপর বাঁধ বা পানি প্রতিরোধী কোনো স্থাপনা নির্মাণ করে, তাহলে পাকিস্তান সেই অবকাঠামো ধ্বংস করে দেবে।
শুক্রবার (২ মে) পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজের টেলিভিশন টকশো ‘নয়া পাকিস্তান’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ বলেন, “শুধু বন্দুক কিংবা কামানের গোলা ছোড়লেই আগ্রাসন হয় না। পানি প্রবাহ বন্ধ করাও একপ্রকার যুদ্ধের সমতুল্য।”
তিনি আরও বলেন, “যদি ভারত সিন্ধুর প্রবাহ থামিয়ে দেয় অথবা অন্যদিকে সরিয়ে দেয়, তাহলে পাকিস্তানে ক্ষুধা ও তৃষ্ণায় লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না।”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ইসলামাবাদ বিষয়টি আন্তর্জাতিক ফোরামগুলোতে তুলে ধরছে এবং কূটনৈতিক পর্যায়ে নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “ভারত সরকার যদি একতরফাভাবে সিন্ধু চুক্তি স্থগিত করে, তাহলে পাকিস্তান আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনায় বসবে।”
এর আগে, ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এক বিবৃতিতে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে সিন্ধু নদীর প্রবাহ থামানোর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে নদীর গতিপথ পরিবর্তন এবং ড্রেজিং কাজ শিগগিরই সম্পন্ন হবে।
উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান। একইসঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দুই দেশের মন্ত্রিপর্যায়ে ফোনালাপ করেন।