ঢাকা, ২৫ এপ্রিল:
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ১,০৭২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য বিভিন্ন ঘটনায় আরও ৫৭০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে দেশব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে— একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও চার রাউন্ড কার্তুজ।
এছাড়া উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে— পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি।
পুলিশ সদর দফতর জানিয়েছে, অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং অপরাধীরা চিহ্নিত হয়ে বিচারের মুখোমুখি হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।