কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহালগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে, তখনই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর বরাতে জানা গেছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (LoC)-র একাধিক পয়েন্টে পাকিস্তান সেনাবাহিনী প্রথমে গুলি ছোঁড়ে। এরপর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। যদিও এখন পর্যন্ত এই পাল্টাপাল্টি গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, সীমান্তে উভয় পক্ষের সেনারা সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি থমথমে।
এর আগে পেহালগামে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এ ঘটনায় সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত। নয়াদিল্লির দাবি, হামলার পেছনে ছিল পাকিস্তান-সমর্থিত জঙ্গি সংগঠন। এ ঘটনার জেরে ভারত কড়া কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে এবং একাধিক পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে।
ভারতের এই পদক্ষেপের পর পাল্টা প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান জানিয়ে পাকিস্তানও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সীমান্তে এ ধরনের গোলাগুলি দীর্ঘদিন ধরেই চলছে, তবে সাম্প্রতিক পেহালগাম হামলার পর পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, তাতে করে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা বাড়ছে।