সাতক্ষীরা জেলার সুন্দরবন রেঞ্জের কৈখালী সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি জেলেদের তিনটি নৌকা ও মাছ ধরার জাল জব্দ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কালিন্দি নদীর উলোখালী চর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও কৈখালী গ্রামের আটজন জেলে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। জেলেরা হলেন—টেংরাখালী গ্রামের রমজান আলী, শাহাজান আলী, ফরেজ গাজীর ছেলে শাহাদাত গাজী, শাহাজান গাজী, আতাউর গাজী, সৈয়দ গাজীর ছেলে আব্দুল গাজী, মানিকপুর গ্রামের কেরামত এবং কৈখালীর নুর মোহাম্মদ।
জেলে রমজান আলী জানান, “গত ১০ এপ্রিল কৈখালী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে আমরা তিনটি নৌকায় করে মাছ ধরতে যাই। মঙ্গলবার সন্ধ্যায় উলোখালী চরে মাছ ধরার সময় বিএসএফের একটি স্পিডবোট আমাদের অবস্থানে আসে। তারা নৌকায় উঠে লাঠি দিয়ে আঘাত করে এবং আমাদের নামিয়ে দিয়ে নৌকা ও জাল নিয়ে যায়।”
তিনি আরও বলেন, ঘটনার পর আমরা সুন্দরবনের ভেতর দিয়ে হেঁটে উপকূলের দিকে রওনা দেই এবং বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে অন্য জেলেদের সহযোগিতায় বাড়ি ফিরে আসি।
এ বিষয়ে রমজাননগর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, “জেলেরা সবাই নিরাপদে বাড়ি ফিরেছে। বিএসএফের এমন আচরণ সম্পূর্ণ অন্যায় এবং নিন্দনীয়।”
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, “জেলেরা অনুমতিপত্র নিয়ে মাছ ধরছিলেন। বিএসএফ তিনটি নৌকা নিয়ে গেছে বলে জানা গেছে। আমরা জেলেদের অফিসে আসতে বলেছি, বিস্তারিত জানতে পারলেই ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, “আমরা বিষয়টি বিজিবিকে জানিয়েছি। জেলেরা লিখিত আবেদন করলে বিএসএফের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।”