মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ মার্চ) দেশটির জান্তা সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালায় শহর। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রতিবেদনে জানা গেছে, ভূমিকম্পকবলিত এলাকায় ধসে পড়া ভবনের নিচে অনেকেই আটকা পড়েছেন। জরুরি বিভাগের কর্মীরা প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা প্রতি মুহূর্তে কমছে।
ভয়াবহ এই দুর্যোগে যেকোনো দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাতে পারে বলে ঘোষণা দিয়েছেন দেশটির জান্তা প্রধান মিন অং লাইং। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পরেই অনুভূত হয় আরও একটি ৬.৪ মাত্রার আফটারশক। ভূমিকম্পের প্রভাব কেবল মিয়ানমারেই সীমাবদ্ধ ছিল না; কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ড, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং বাংলাদেশেও।
বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্প মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর মধ্যে একটি। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো ইতোমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ভিত্তিতে ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে বিভিন্ন সংস্থা।