গাজীপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজনের জন্য অনুরোধ জানিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সচিবের স্বাক্ষরিত একটি চিঠি বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচনার মুখে পরে ওই চিঠি সংশোধন করে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে গত ২০ মার্চ একটি চিঠি ইস্যু করেন, যেখানে বলা হয়—২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মসজিদগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে।
তবে চিঠিটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। পরে সংশোধিত চিঠিতে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে শুধুমাত্র শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধির জন্য দোয়ার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে বলেন,
“চিঠিটি ভুলবশত তৈরি করা হয়েছিল। তাড়াহুড়ো করে স্বাক্ষর করেছি। পরে যখন ভুলটি বুঝতে পারি, তখন তা সংশোধন করা হয়। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।”
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,
“আমরা বিষয়টি শুনেছি এবং খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নমিতা দে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত। তিনি আগে সম্পত্তি কর্মকর্তা ছিলেন এবং পরে পদোন্নতি পেয়ে সচিবের দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্লেষকদের মতে, মসজিদে বিশেষ মোনাজাতের ক্ষেত্রে সাধারণত মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করা হয়, যা ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য হলেও রাষ্ট্রীয় উদ্যোগে এমন আহ্বান বিতর্কের জন্ম দিতে পারে। হয়তো সেই বিতর্ক এড়াতেই চিঠিটি সংশোধন করা হয়েছে।