স্পেশাল ব্রাঞ্চের (এসবি) তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাদেকুল ইসলামের উৎকোচ দাবির মামলায় বিচারিক আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এএসআই সাদেকুল ২০১৬ সালে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির বাসায় পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য গিয়ে তাঁর স্ত্রীর কাছে উৎকোচ দাবি করেছিলেন।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে সাদেকুলের করা আপিল নামঞ্জুর করে হাইকোর্টের একটি একক বেঞ্চ ২০২২ সালের ২২ আগস্ট রায় দেন। গত মাসে সেই রায়ের ২৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। রায়ে বিচারিক আদালতের রায়কে যথাযথ এবং ন্যায়ানুগ বলে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, সাদেকুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই মেয়ের পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য তাঁর ধানমন্ডির বাসায় গিয়ে জনপ্রতি এক হাজার টাকা হিসেবে মোট দুই হাজার টাকা দাবি করেন। তবে বিচারপতির স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাঁকে বাসা ত্যাগের নির্দেশ দেন। পরে হাইকোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।
২০১৯ সালের ২১ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৯ এই মামলায় সাদেকুল ইসলামকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত রায় পর্যালোচনায় কোনো ত্রুটি না পেয়ে তা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং আসামি সাদেকুলকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।