নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন দীর্ঘ ছুটি। এবারের ঈদে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যার সঙ্গে স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটি মিলে টানা ১১ দিনের বিরতির সুযোগ থাকছে।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় ২৯ মার্চ (শুক্রবার) থেকে ২ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি থাকবে, আর বাকি চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদের নির্ধারিত ছুটির আগে ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি থাকছে। তার আগে ২৬ মার্চ পড়েছে মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা থাকবে।
অন্যদিকে, ঈদের ছুটি শেষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে, তবে ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত টানা ১১ দিনের বিরতির সুযোগ তৈরি হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার সুযোগ নেই। তবে সরকারি কর্মচারীরা চাইলে অর্জিত ছুটি নিয়ে দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।
দীর্ঘ এই ছুটি অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য স্বস্তির খবর। পরিবার-পরিজনের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি অনেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের পরিকল্পনাও করছেন।
এবারের ঈদ ছুটি নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে, কারণ সাধারণত এত দীর্ঘ ছুটির সুযোগ খুব কমই আসে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি বিশেষ এক সুযোগ হয়ে উঠেছে।