পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি চেষ্টার সময় পুলিশের হাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের দুই নেতা। আটকরা হলেন—উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ মজুমদার ও নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন।
রোববার (৯ মার্চ) রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে। দলীয় সূত্র জানিয়েছে, আটক হওয়ার পরপরই দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল সরদার বাড়িতে হানা দেয়। বাড়িটিতে সাত থেকে আটটি বসতঘর রয়েছে। ডাকাত দল ঘরে ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় মাকসুদ মজুমদার ও মনির হোসেন নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
তবে পাশের ঘরের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে স্থানীয়রা জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরে পুলিশ এসে তাদের হাতেনাতে আটক করে। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “মাকসুদ মজুমদার আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন। তিনি নীলগঞ্জ ইউনিয়নে একাধিক চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য ছিল। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।”
স্থানীয় দলীয় নেতারা জানান, দলের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মাকসুদ ও মনিরকে বহিষ্কার করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ডাকাত দলের অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।