ঢাকা: দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণের গেজেট প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত গেজেটে বলা হয়, একাধিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রায় একই হওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছিল। বিশ্ববিদ্যালয়গুলোর পরিচিতি ও অবস্থান সুস্পষ্ট করতে সংশ্লিষ্ট আইন সংশোধন করে নতুন নামকরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে থাকার কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন বলে গেজেটে উল্লেখ করা হয়।
নতুন নাম পেল যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়
গেজেট অনুযায়ী, নাম পরিবর্তন হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নিম্নরূপ:
নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় → নেত্রকোনা বিশ্ববিদ্যালয়
কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় → কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় → নওগাঁ বিশ্ববিদ্যালয়
মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয় → মেহেরপুর বিশ্ববিদ্যালয়
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় → গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
শরীয়তপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় → শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি → বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি
জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় → জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় → পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় → নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় → গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি → মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় → এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়গুলোর নাম প্রায় একই ধরনের হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতা দেখা দিচ্ছিল। এ কারণেই বিশ্ববিদ্যালয়গুলোর পরিচিতি সুস্পষ্ট করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর নতুন নাম কার্যকর হওয়ার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের আবেদন ও সার্টিফিকেট সংক্রান্ত বিষয়গুলোতে স্পষ্টতা আসবে এবং একই ধরনের নাম থাকার কারণে যে বিভ্রান্তি ছিল, তা দূর হবে।
গেজেট প্রকাশের পর থেকেই নতুন নাম কার্যকর বলে বিবেচিত হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক নথিপত্র, ওয়েবসাইট ও অন্যান্য আনুষ্ঠানিক কাগজপত্র আপডেট করতে কিছুটা সময় লাগতে পারে।