মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গভীর রাতে থেমে থাকা একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা যাহাবির (১৪) নামে এক হেলপার দগ্ধ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ী-লৌহজং সড়কের বালিগাঁও সেতুর পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যাহাবির মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গিবাড়ী ও লৌহজং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর বাসের ভেতর থেকে যাহাবিরের পুরোপুরি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাসে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না, তবে সাধারণত চালক-হেলপাররা কয়েল জ্বালিয়ে ঘুমায়। এটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বা অন্য কোনো অজ্ঞাত কারণে বাসটিতে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত যাহাবিরের পরিবারের সদস্যরা শোকাহত। স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনায় বিস্মিত ও উদ্বিগ্ন। তারা দ্রুত তদন্ত করে সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।