টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের নামাজের পর পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা জিয়াউল হকের বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল কার্যক্রম। একই দিনে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ, যেখানে ইমামতি করবেন মাওলানা জুবায়ের।
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল অনুষ্ঠিত হবে, এরপর জুমার নামাজ আদায় করা হবে।
এবারের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের ইজতেমা শুরু হয়েছে গতকাল থেকে এবং তা চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।
ইজতেমায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে। এছাড়া টঙ্গী ও আশেপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। নিরাপত্তার জন্য পুরো ময়দানকে ৫টি সেক্টরে ভাগ করে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি। বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলা হিসেবে প্রতিবারের মতো এবারও লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে।