বিদেশগামী নাগরিকদের জন্য জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা প্রদানের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিদের পাশাপাশি জরুরি কাজে এনআইডি প্রয়োজন এমন নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকার আপডেট কার্যক্রম, দাবী ও আপত্তি গ্রহণ এবং সংশোধন কার্যক্রম বর্তমানে চলমান। পাশাপাশি, ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজও চলছে।
তবে এসব নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিদেশ যাত্রার প্রস্তুতিমূলক বা অতি জরুরি প্রয়োজনে এনআইডি প্রয়োজন এমন ব্যক্তিদের জন্য দ্রুত সেবা নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধন এবং সংশোধন কার্যক্রম চালু রাখতে হবে। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী এই সেবা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেছে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় রেজিস্ট্রেশন অফিসারদের উদ্দেশ্যে বলা হয়েছে, বিদেশগামী ও জরুরি কাজে এনআইডি প্রয়োজন এমন ব্যক্তিদের জন্য নতুন ভোটার নিবন্ধন, আপলোড কার্যক্রম এবং জাতীয় পরিচয়পত্র সংশোধন সেবা অব্যাহত রাখতে হবে।
এটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট অফিসগুলোতে প্রয়োজনীয় কার্যক্রমের যথাযথ ব্যবস্থা নিতে কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
বিদেশগামী বা জরুরি ভিত্তিতে এনআইডি প্রয়োজন এমন ব্যক্তিদের দ্রুত তাদের স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।