অভিনেত্রী হুমায়রা সুবাহ, কার না চেনা। যার একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনার ঝড় উঠেছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন। “আমি বয়স ৪০ পার করলে সুগার মাম্মি হতে চাই।”
বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত তিনি। সদ্যই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’।
গানটির প্রেসমিটে গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও কথা বলেন সুবাহ।
সাহসী বক্তব্যের মাধ্যমে সুবাহ আরও একবার প্রমাণ করলেন, যে তিনি নিজের জীবন নিয়ে বরাবরই সৎ এবং অকপট।
সুবাহ বলেন, ‘আমি বয়স ৪০ পার করলে সুগার মাম্মি হতে চাই’। সেক্ষেত্রে যারা সুগার মাম্মির ছেলে হতে চায় তারা চল্লিশের পরে বুক দিতে পারেন বলেও ঠাট্টা করেন সুবাহ।
সুবাহ’র এই খোলামেলা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা যেমন বিষয়টি মজা হিসেবে নিয়েছেন, তেমনি অনেকেই তার এই খোলামেলা বক্তব্যের প্রশংসাও করছেন।
উপরের কনটেন্ট থেকে সংবাদ আকারে তৈরী করেন