ঢাকা: বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘সাধারণ ছাত্র-জনতা’ ব্যানারে একটি সংগঠন। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিয়ে করের বিরোধিতা করে বলেন, বিয়ে মানুষের মৌলিক অধিকার এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। তারা দাবি করেন, চতুর্থ বিয়ের ক্ষেত্রে উচ্চ কর আরোপের মাধ্যমে এ বিধানকে সংকুচিত করার চেষ্টা করা হয়েছে, যা নৈতিক ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়।
বক্তারা অভিযোগ করেন, ২০১৬ সালের আদর্শ কর তফসিল অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চতুর্থ বিয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা কর নির্ধারণ করেছিল। এটি ইসলামী বিধান ও সামাজিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
তারা আরও বলেন, “বিয়ে একটি ব্যক্তিগত এবং ধর্মীয় অধিকার। এর ওপর কর আরোপের মাধ্যমে সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। অবিলম্বে এই অযৌক্তিক কর বাতিল করতে হবে।”
উল্লেখ্য, ২০১৬ সালের আদর্শ কর তফসিল অনুযায়ী আগের তিন স্ত্রী জীবিত থাকা অবস্থায় চতুর্থ বিয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা কর আরোপ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এটি নিয়ে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “বিয়ের ওপর আরোপিত কর একটি অন্যায্য পদক্ষেপ। এটি অবিলম্বে বাতিল করতে হবে এবং মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে।”
এছাড়া তারা বিয়ের মতো একটি পবিত্র বিধানের ওপর আরোপিত যেকোনো বিধি-নিষেধ প্রত্যাহারের আহ্বান জানান।