বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। মুম্বাই পুলিশ ইতোমধ্যে হামলাকারী হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ। তিনি বিজয় দাস নামেও পরিচিত। তার বয়স ৩০ বছর। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক। ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এরপর থেকে মুম্বাইয়ে বসবাস করছিলেন।
রোববার ভোরে মুম্বাই পুলিশ অভিযুক্তকে সাইফের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে আটক করে। বর্তমানে তিনি মুম্বাইয়ের খার থানায় রিমান্ডে রয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অভিযুক্ত ব্যক্তি সাইফের বাসভবনে প্রথমবার প্রবেশ করেন এবং সেখানেই এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির কাছে বৈধ কোনো ভারতীয় নথি পাওয়া যায়নি। তবে কিছু নথি জব্দ করা হয়েছে, যা তার বাংলাদেশি পরিচয়ের ইঙ্গিত দেয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, “অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক বলে আমাদের কাছে প্রাথমিক প্রমাণ রয়েছে। তিনি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং নিজের পরিচয় গোপন করতে নাম পরিবর্তন করেছেন।”
মুম্বাই পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি বিজয় দাস নাম ব্যবহার করে মুম্বাই ও এর আশপাশে বসবাস করছিলেন। তিনি স্থানীয় একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন।
পুলিশ ইতোমধ্যে সাইফের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশ উদ্ধার করেছে। এর আগে ছত্তিশগড় থেকে আকাশ কানোজিয়া নামের একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সাইফ আলী খানের ওপর এই হামলার ঘটনায় বলিউডসহ তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সকল সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশ।