ঢাকা: কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব নয়, বরং সংবিধানের সীমার মধ্যে থেকেই কাজ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সরকারের সময়সীমা অনুযায়ী ইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সিইসির কাছে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করে। ওই অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না। দেশের মানুষ কমিশনের প্রতি অনেক আশা পোষণ করে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ। মানুষের আস্থা অর্জনে স্বচ্ছতার সাথেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে।”
সিইসি আরও জানান, নির্বাচন পরিচালনায় সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনো প্রশ্ন না ওঠে, সেজন্য প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় কীভাবে আরও কার্যকর সহযোগিতা করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। এজন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”
ইউএনডিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান করা হয়, যা ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় ব্যবহৃত হবে।
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে এই সমন্বিত প্রয়াস বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্টেফান লিলার।