ব্রাজিল তারকা নেইমারের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে। আল হিলাল অধ্যায়ের প্রায় সমাপ্তির পথে থাকা নেইমারকে নিয়ে শুরু হয়েছে মেজর লিগ সকারে (এমএলএস) দলবদলের নতুন আলোচনা।
৩২ বছর বয়সী এই তারকা ২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন, যেখানে তার বার্ষিক পারিশ্রমিক ছিল প্রায় ৯৭.৬ মিলিয়ন ডলার। তবে একের পর এক চোটের কারণে মাঠে তার অবদান ছিল খুবই সীমিত। বাম হাঁটুর এসিএল ইনজুরির পর দীর্ঘ পুনর্বাসন শেষে গত অক্টোবরে মাঠে ফিরলেও হ্যামস্ট্রিংয়ের চোট তাকে ফের বাইরে পাঠায়। এদিকে, নেইমারের অনুপস্থিতিতেও আল হিলাল সৌদি প্রো লিগ শিরোপা জয় করে, ফলে ক্লাবটি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে।
নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ জুনে শেষ হবে, তবে এর আগেই তিনি নতুন ক্লাব খোঁজার জন্য আলোচনায় নামতে পারবেন। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার ইতোমধ্যে ইন্টার মায়ামি এবং শিকাগো ফায়ারসহ এমএলএসের আরও দুটি ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনা করছেন।
শুরু থেকেই আলোচনায় ছিল মেসি ও সুয়ারেজের ইন্টার মায়ামি। তবে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানোর মন্তব্য অনুযায়ী, এমএলএসের বিধিনিষেধ মেনে নেইমারের মায়ামিতে যোগ দেওয়া ‘অসম্ভব’ হতে পারে। তবু ব্রাজিলের ইএসপিএন-এর একটি সূত্র বলছে, যুক্তরাষ্ট্রে পাড়ি জমালে মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার স্বপ্ন এখনও ছাড়েননি নেইমার।
ইএসপিএন-এর প্রতিবেদন অনুসারে, এমএলএসের আরও দুটি ক্লাব নেইমারের জন্য আগ্রহ প্রকাশ করেছে, যার একটি হল শিকাগো ফায়ার। এই ক্লাবটির সঙ্গে প্রাথমিক আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে।
নেইমারের ইউরোপে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হলেও, তার শৈশবের ক্লাব সান্তোসে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বর্তমানে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে এমএলএসের ক্লাবগুলোর ওপর। তারকা ফুটবলাররা যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে যোগ দিয়ে সেখানে জনপ্রিয়তা বাড়াচ্ছেন, আর নেইমারের উপস্থিতি এটি আরও বাড়িয়ে তুলতে পারে।
এখন দেখার বিষয়, নেইমার কি মেসি-সুয়ারেজের মায়ামিকে বেছে নেবেন নাকি যুক্তরাষ্ট্রের অন্য কোনো ক্লাবে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করবেন। সময়ই তা বলে দেবে।