ঢাকা, ১৫ জানুয়ারি:
ফেসবুকে বিধিমালা লঙ্ঘন করে স্ট্যাটাস দেওয়ার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর পরিপন্থী বিভিন্ন বিষয় পোস্ট করছেন। এসব পোস্টের মধ্যে রয়েছে সংবেদনশীল ডকুমেন্ট শেয়ার করা এবং ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার মতো স্ট্যাটাস। এ ধরনের কর্মকাণ্ড সরকারি সার্ভিস রুলসের পরিপন্থী এবং জাতীয় নিরাপত্তার জন্যও হানিকর হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের আচরণ ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’, ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’ এবং ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর লঙ্ঘন। এর ফলে এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে।
চিঠিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি, যারা নিয়মের বাইরে পোস্ট দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশিকাগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরকে নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আচরণ দায়িত্বশীল এবং নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি, এ বিষয়ে আরও কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।